0 0 lang="en-US"> হেফাজতের নতুন কমিটির চমক - ভাষান্তর
ভাষান্তর

হেফাজতের নতুন কমিটির চমক

Read Time:6 Minute, 32 Second

পুরনো কমিটি বিলুপ্তির পর অবশেষে হেফাজতে ইসলাম আজ তাদের নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে। নতুন কমিটিতে মূল দুই পদ তথা আমীর ও মহাসচিব পদে কোন পরিবর্তন না আসলেও অন্যান্য পদে ব্যাপক রদ বদল হয়েছে। ৩৩ সদস্যের কেন্দ্রীয় কমিটি, ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি ও উভয় কমিটি থেকে বাছাই করা ৯ জনকে নিয়ে খাস (বিশেষ) কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে। এসকল কমিটিতে মূলত অরাজনৈতিক আলিমদেরকেই স্থান দেওয়া হয়েছে, কোন রাজনৈতিক সংগঠনের পদধারী কোন আলিম এবারের কেন্দ্রীয় পরিষদে স্থান পাননি।

হেফাজতের ইতিহাসে এই কমিটি এক বিশেষ মোড় বদল। কেননা এর আগে কেন্দ্রীয় কমিটির বেশির ভাগ সদস্যই ছিলেন বিভিন্ন রাজনৈতিক সংগঠনের দায়িতাবশীল। এবারই প্রথম পুরোপুরি আরিজনৈতিক কমিটি গঠন করা হয়েছে। মূলত সরকারের চাপের কারণে এমন সিদ্ধান্ত গ্রহণ করতে হেফাজত সুপ্রিমো বাধ্য হয়েছেন বলে জানা গেছে।

এদিকে কেন্দ্রীয় কমিটিতে আহমদ শফি ঘরানার অনেকেই থাকতে পারেন, গতকাল বিভিন্ন সংবাদ মাধ্যমে এরকম খবর প্রচারিত হলেও বাস্তবে দেখা গেছে উল্লেখযোগ্য কোন শফিপন্থী নেতা এবারও স্থান পাননি কেন্দ্রীয় কমিটিতে। আল্লামা আহমদ শফীর জীবিতাবস্থায় তার সার্বক্ষণিক সহযোগী ছেলে আনাস মাদানী এবারের কমিটিতেও বাদ পড়েছেন, বিলুপ্ত কমিটির মতোই। তবে তাদের পরিবার থেকে শফীপুত্র ইউসুফ মাদানী স্থান পেয়েছেন বর্তমান কমিটিতে। ইউসুফ মাদানী এই প্রথম হেফাজতের কেন্দ্রীয় সাংগঠনিক তৎপরতায় যোগ দিলেন।

হেফাজতের নতুন কমিটি:

আমীর- আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী।

নায়েবে আমীর- আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, মাওলানা আবদুল হক (মোমেনশাহী), মাওলানা সালাহউদ্দীন নানুপুরী, অধ্যক্ষ মীযানুর রহমান চৌধুরী (পীর, দেওনা), মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা ইয়াহইয়া (হাটহাজারী মাদরাসা), মাওলানা আব্দুল কুদ্দুস (ফরিদাবাদ মাদরাসা), মাওলানা তাজুল ইসলাম (পীর, ফিরোজ শাহ্), মাওলানা মুফতী জসিমুদ্দীন (হাটহাজারী মাদরাসা)।

মহাসচিব- আল্লামা হাফেজ নূরুল ইসলাম।

যুগ্ম মহাসচিব- মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণ-বাড়িয়া), মাওলানা আব্দুল আউয়াল (নারায়নগঞ্জ), মাওলানা লোকমান হাকীম (চট্টগ্রাম), মাওলানা আনোয়ারুল করীম (যশোর), হযরত মাওলানা আইয়ুব বাবুনগরী।

সহকারী মহাসচিব- মাও. জহুরুল ইসলাম (মাখজানুল উলুম), মাওলানা ইউসুফ মাদানী (সাহেবজাদা, আল্লামা শাহ আহমদ শফি)।

সাংগঠনিক সম্পাদক- মাওলানা মীর ইদ্রিস (চট্টগ্রাম)।

অর্থ সম্পাদক- মাওলানা মুফতী মুহাম্মাদ আলী (মেখল), সহ-অর্থসম্পাদক মাওলানা মুফতী হাবিবুর রহমান কাসেমী (নাজিরহাট)।

প্রচার সম্পাদক- মাওলানা মুহিউদ্দীন রব্বানী (সাভার)। সহ-প্রচার সম্পাদক- মাওলানা জামাল উদ্দীন (কুড়িগ্রাম)।

দাওয়া বিষয়ক সম্পাদক- মাওলানা আবদুল কাইয়ুম সোবহানী (উত্তরা)। সহকারী দাওয়া বিষয়ক সম্পাদক- মাওলানা ওমর ফরুক (নোয়াখালী)।

সংগঠনের সদস্যবৃন্দ-
মাওলানা মোবারাকুল্লাহ (বি-বাড়িয়া), মাওলানা ফয়জুল্লাহ (মাদানীনগর), মাওলানা ফোরকানুল্লাহ খলিল (চট্টগ্রাম), মাওলানা মোশতাক আহমদ (খুলনা), মাওলানা রশিদ আহমদ (কিশোরগঞ্জ), মাওলানা আনাস (ভোলা), মাওলানা মাহমুদল হাসান (ফতেহপুরী), মাওলানা মাহমুদুল আলম (পঞ্চগড়)।

হেফাজতের ১৬ সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি-

উপদেষ্টা- মুফতী আব্দুস সালাম চাটগামী, মাওলানা সুলতান যওক নদভী, মাওলানা আব্দুল হালীম বোখারী (পটিয়া), মাওলান নুরুল ইসলাম আদীব (ফেনী), মাওলানা আব্দুল মালেক হালীম, মাওলানা আব্দুর রহমান হাফেজ্জী (মোমেনশাহী), মাওলানা রশিদুর রহমান ফারুক বর্ণভী, মাওলানা নূরুল হক (কুমিল্লা), মাওলানা আবুল কালাম (মুহাম্মাদপুর), মাওলানা শিব্বির আহমাদ (নোয়াখালী), মাওলানা জালাল আহমাদ (ভূজপুর), মাওলানা আশেক এলাহী (উজানী), মাওলানা হাবিবুল্লাহ বাবুনগরী, মাওলানা আব্দুর বাছীর (সুনামগঞ্জ), মাওলানা আফজালুর রহমান (ফেনী)।

হেফাজতের ৯ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় খাস কমিটি

আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, আল্লামা হাফেজ জুনাইদ বাবুনগরী, আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল্লামা হাফেজ নূরুল ইসলাম, অধ্যক্ষ মিযানুর রহমান চৌধুরী (পীর, দেওনা), মাওলানা সাজেদুর রহমান (ব্রাহ্মণ-বাড়িয়া) মাওলানা মুহিব্বুল হক (সিলেট), মাওলানা আব্দুল আউয়াল (নারায়নগঞ্জ), মাওলানা মুহিউদ্দীন রব্বানী (সাভার)।

Happy
0 0 %
Sad
0 0 %
Excited
0 0 %
Sleepy
0 0 %
Angry
0 0 %
Surprise
0 0 %
Exit mobile version